Class 8 Enviroment & Sceince First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025

0

অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ২০২৫ প্রশ্ন ও উত্তর

Class 8 Enviroment & Sceince First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025
অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্নপত্র(Class 8 Enviroment & Sceince 1st Unit Test Model Question Paper 2025)। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের (Wbbse Class 8 Enviroment & Sceince Question Paper) মডেল প্রশ্ন পত্র (Model Question Paper) এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে ৩টি মডেল সেট দিয়েছি। আশা করি ছাত্রছাত্রীরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এই মডেল সেট গুলোর প্রশ্ন ও উত্তর পড়ে অনেক উপকৃত হবে এবং পরীক্ষা অনেক ভালো ফলাফল করবে। কারণ, ১০০ % পরীক্ষাই Common আসবে এখান থেকে।

Class 8 Enviroment & Sceince 1st Unit Test Question 2025

অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 8 1st Unit Test Question Paper Poribesh o Bigyan) পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের Reading Comprehension Seen,Text Based Grammar & Vocabulary And Text based Writing Skill পর্যন্ত পরীক্ষা হবে।  তাই এই অধ্যায় গুলি থেকে প্রশ্ন পত্র(Ostom Shrenir Enviroment & Sceince Proshnopotro Uttorsoho) তৈরী করা হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন(Enviroment & Sceince Proshno 2025) 30 নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় 60 মিনিট।

অষ্টম শ্রেণীর প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্নপত্র 2025 

Class 8 Enviroment & Sceince 1st unit test question 2025 pdf

Model Set – 1

1st Summative Evaluation 2024 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024

বিষয় - পরিবেশ ও বিজ্ঞান । পূর্ণমান - 30। সময় - 60 মিনিট

Physical Science

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 5 = 5

(i) একটি 2 kg ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হল – 

(a) 9.8 N, 

(b) 24.9 N, 

(c) 19.6 N, 

(d) 29.4 N 

উত্তর : - (c) 19.6 N, 

(ii) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ –

(a) কমতে থাকে, 

(b) বাড়তে থাকে, 

(c) একই থাকে, 

(d) কোনোটিই নয়

উত্তর : - (b) বাড়তে থাকে, 

(ii) ঘনত্বের SI এককটি হল – 

(a) গ্রাম/ঘনমিটার, 

(b) গ্রাম/ঘনসেমি, 

(c) কেজি/মিটার, 

(d) কিলোগ্রাম/ঘনমিটার

উত্তর : - (d) কিলোগ্রাম/ঘনমিটার

(iv) ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা – 

(a) 1, 

(b) 2, 

(c) 3, 

(d) 4 

উত্তর : - (b) 2, 

(v) প্রদত্ত কোন্ পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? -

(a) চিনি, 

(b) মোম, 

(c) সোডিয়াম ক্লোরাইড, 

(d) নিশাদল 

উত্তর : - (d) নিশাদল 

Read More : - Class 8 Bengali First Unit Test Question Paper 2025 in Bengali। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025 

2. নির্দেশানুসারে উত্তর লেখো : 1 x 4 = 4

(i) সত্য না মিথ্যা লেখো : তরলের চাপ P, ঘাত F এবং ক্ষেত্রফল A হলে, এদের মধ্যে সম্পর্কটি হল P = F/A

উত্তর : - সত্য

(ii) শূন্যস্থান পূরণ করো : SI-তে তড়িৎ আধানের একক হল _________। 

উত্তর : - C (কুলম্ব)

(iii) তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো।

উত্তর : - অভ্র

(iv) 1H3 ও 2He4 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক লেখো।

উত্তর : - পরস্পরের আইসোটন


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো : (যে-কোনো তিনটি)  2 x 3 = 6

(i) সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল পূর্বের কতগুণ হবে?

(ii) সংকেত লেখো : (a) ফেরিক সালফেট, (b) অ্যামোনিয়াম নাইট্রেট, (c) অ্যালুমিনিয়াম কার্বনেট, (d) ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড । 

(iii) উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করা হল  - কী ঘটবে তা বিক্রিয়ার সমীকরণসহ লেখো।

(iv) ছোটো লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড়ো লোহার কড়াই জলে ভাসে কেন ? 


Life Science

1. সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় বাক্যটি লেখো :1 x 2 = 2

(i) শ্বাসনালির মধ্য দিয়ে বায়ু পরিবহণে সাহায্য করে – 

(a) স্নায়ুকোশ, 

(b) পেশিকোশ, 

(c) কোনকোশ, 

(d) চর্বিকোশ

উত্তর : - (c) কোনকোশ, 

(ii) প্রোটিন সংশ্লেষে অংশ নেয় – 

(a) লাইসোজোম, 

(b) মাইটোকনড্রিয়া, 

(c) গলগি বস্তু, 

(d) রাইবোজোম

উত্তর : - (d) রাইবোজোম

2. সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :1 x 2 = 2

(i) ব্যাকটেরিয়ার কোশে উপস্থিত মেসোজোম নামক কোশীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে। 

উত্তর : - সত্য

(ii) সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোশ অঙ্গাণু।

উত্তর : - মিথ্যা

3. শূন্যস্থান পূরণ করো :1 x 2 = 2

(i) মানুষের__________কোশের দৈর্ঘ্য সবচেয়ে বেশি।

উত্তর : - স্নায়ু কোষ 

(ii) পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য___________এর মাধ্যমে বাহিত হয়।

উত্তর : - জীন 


4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো দুটি) 1 x 2 = 2

(i) কোশপর্দা কোন্ কোন্ উপাদান দিয়ে তৈরি হয়?

উত্তর : - উদ্ভিদের কোষপ্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত। প্লাজমা মেমব্রেন বা কোষপর্দা প্রধানত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। প্রধান লিপিড হল ফসফোলিপিড যা একটি দ্বিস্তরে সাজানো থাকে।

(ii) গলগি বস্তু কোন্ কোশ অঙ্গাণু থেকে সৃষ্টি হয় ?

উত্তর : - গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয়। 

(iii) উদ্ভিদের দুটি অংশের নাম লেখো, যেখানে প্রস্তর কোশ দেখা যায় ৷

উত্তর : - উদ্ভিদের বীজের আবরণ ও ফলত্বক অংশে প্রস্তর কোষ দেখা যায়। 


5. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো দুটি) 2 x 2 = 4

(i) যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেকগুণ বড়ো করে দেখানোর জন্য কী কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? 

(ii) ভাজক কলার দুটি কাজ লেখো।

(iii) কোন্ কোশ অঙ্গাণুকে 'আত্মঘাতী থলি' বলা হয় এবং কেন ?


6. কোশের শক্তি নির্গমন প্রক্রিয়ায় যে কোশ অঙ্গাণুটি সাহায্য করে, তার নাম লেখো। এই কোশ অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করে যে-কোনো একটি অংশ চিহ্নিত করো। 1 + 2 


Class 8 Science Question Paper with Answers PDF

Model Set – 2

1st Summative Evaluation 2024 । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024

বিষয় - পরিবেশ ও বিজ্ঞান । পূর্ণমান - 30। সময় - 60 মিনিট

Physical Science 

1. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : (যে-কোনো ছয়টি) 1×6=6 

(i) তরলের চাপ নির্ভর করে –

(a) তরলের ভরের ওপর, 

(b) তরলের আয়তনের ওপর, 

(c) তরলের গভীরতার ওপর, 

(d) এদের কোনোটিই নয়

উত্তর : - (c) তরলের গভীরতার ওপর, 

(ii) লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়ায় উৎপন্ন হয় - 

(a) জল, 

(b) হাইড্রোজেন, 

(c) অক্সিজেন, 

(d) কার্বন ডাইঅক্সাইড

উত্তর : - (b) হাইড্রোজেন, 

(iii) অভিকর্ষজ ত্বরণের গড় মান-

(a) 9.8 dyn, 

(b) 9.8 cm/s2, 

(c) 9.8 m/s2, 

(d) 98 m/s2 

উত্তর : - (c) 9.8 m/s2, 

(iv) মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা – 

(a) একটি, 

(b) দুটি, 

(c) তিনটি, 

(d) চারটি

উত্তর : - (d) চারটি

(v) প্লবতার একক হল -

(a) নিউটন,

(b) নিউটন / বর্গমিটার, 

(c) নিউটন / মিটার, 

(d) কোনোটিই নয়

উত্তর : - (a) নিউটন,

(vi) ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে ক্রিয়া করে – 

(a) লম্বভাবে, 

(b) ক্রিয়া করে না, 

(c) সমান্তরালভাবে, 

(d) তীর্যকভাবে

উত্তর : - (a) লম্বভাবে, 

(vii) NO2 (নাইট্রোজেন ডাইঅক্সাইড) এর বর্ণ হল -

(a) সবুজ, 

(b) বাদামি,

(c) হলুদ, 

(d) বর্ণহীন

উত্তর : - (b) বাদামি,

নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো চারটি) 1×4=4

(i) কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 km/s বেগে ছুড়লে কী হবে? 

উত্তর : - বস্তুটি আর ভুপৃষ্টে ফিরে আসবেনা। 

(ii) এক কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে? 

উত্তর : - 9.8 N

(iii) A একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ। এর গন্ধ পচা মাছের মতো। A-কে শনাক্ত করো।

উত্তর : - ফসফাইন

(iv) একটি প্রশম অক্সাইডের নাম ও সংকেত লেখো।

উত্তর : - ডাইঅক্সিজেন (O2)

(v) হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলির নাম লেখো ।

উত্তর : - হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলি হল: প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম 


3. শূন্যস্থান পুরণ করো : (যে-কোনো দুটি) 1 x 2 = 2 

(i) __________অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী।

উত্তর : - গ্রাফাইট । 

(ii) SI-তে তড়িৎ আধানের একক হল___________

উত্তর : - কুলম্ব। 

(iii) দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে _______মৌল।

উত্তর : - ক্যালসিয়াম

4. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2 x 4 = 8 

(i) স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে ?

অথবা, নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো।

(ii) অভিকর্ষ, মহাকর্ষের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। 

অথবা, তরলের চাপ কোন্ কোন বিষয়ের ওপর নির্ভর করে ?

(iii) ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখো।

(iv) একটিমাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নীচের পদার্থগুলিকে কীভাবে শনাক্ত করবে? - দস্তা ও ফেরাস সালফাইড।

অথবা, আইসোটোপ কাকে বলে ?


Life Science

1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো :  1 x 2 = 2

(i) প্রদত্ত যে কোশের অন্যান্য কোশের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি হয়, তা হল – 

(a) উটপাখির ডিম, 

(b) অ্যাসিটাবুলারিয়া, 

(c) স্নায়ুকোশ, 

(d) রাইজোবিয়াম 

উত্তর : - (c) স্নায়ুকোশ, 

(ii) ‘আত্মঘাতী থলি’ বলা হয় – 

(a) সেন্ট্রোজোমকে, 

(b) লাইসোজোমকে, 

(c) মাইটোকনড্রিয়াকে, 

(d) গলগি বডিকে।

উত্তর : - (b) লাইসোজোমকে, 

2. শূন্যস্থান পূরণ করো : 1  x 2 = 2

(i) পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য _____এর মাধ্যমে বাহিত হয়।

উত্তর : - জিন

(ii) 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী_____প্রথম সজীব কোশ পর্যবেক্ষণ করেন।

উত্তর : - ডাচ বিজ্ঞানী লিভেনহিক


3. A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও : 0.5 x 4 = 2

A স্তম্ভ      -     B স্তম্ভ

(a) রোগজীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকার যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে

 -  (i) এন্ডোপ্লাজমীয় জালিকা 

(b) যে অঙ্গাণু কোশের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়   - (ii) প্লাসটিড

(c) সাইটোপ্লাজমকে কতকগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে   - (iii)   (লাইসোজোম

(d) খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল-ফলের রং-ও নির্ধারণ করে  - (iv) ভ্যাকুওল

                                                                                          - (v) মাইটোকনড্রিয়া

উত্তর : - 

(a) রোগজীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকার যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে

 -  (iii)   লাইসোজোম 

(b) যে অঙ্গাণু কোশের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়   - (v) মাইটোকনড্রিয়া 

(c) সাইটোপ্লাজমকে কতকগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে   - (i) এন্ডোপ্লাজমীয় জালিকা 

(d) খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল-ফলের রং-ও নির্ধারণ করে  - (ii) প্লাসটিড

                                                                                          - 

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1 x 3 = 3

(i) কোশপর্দা ও কোশপ্রাচীরের একটি পার্থক্য লেখো।

উত্তর : - 1. কোষ পর্দা সজীব 1. কোষ প্রাচীর মৃত

2. সকল উদ্ভিদ ও প্রাণী কোষের কোষ পর্দা থাকে। 2. কেবলমাত্র উদ্ভিদ কোষ , ব্যাকটেরিয়া ও ছত্রাকের কোষে কোষ প্রাচীর থাকে

3. কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা। 3. কোষ প্রাচীর অভেদ্য শক্ত প্রাচীর।

(ii) মাইটোকনড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ায় যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে, তার নাম লেখো।

উত্তর : - ব্যাকটেরিয়ায় মাইটোকনড্রিয়ার পরিবর্তে কোষের ঝিল্লি শ্বসনে অংশগ্রহণ করে। ব্যাকটেরিয়া বায়বীয় বা অ্যানেরোবিক শ্বসন করতে পারে। 

(iii) আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের একটি পার্থক্য লেখো।

উত্তর : - 1. আলোক অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলো ব্যবহার করা হয়, আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন ব্যবহার করা হয়। 

2. আলোক অণুবীক্ষণ যন্ত্রে কাচের লেন্স ব্যবহার করা হয়, আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ইলেক্ট্রোম্যাগনেটিক লেন্স ব্যবহার করা হয়। 

5. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো একটি) 2 x 1 = 2

(i) টীকা লেখো – ভাজক কলা ।

(ii) নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং যে-কোনো দুটি অংশ চিহ্নিত করো।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
তারানাথ তান্রিক সমগ্র
তারানাথ তান্রিক সমগ্র - বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ও তারাদাস বন্দোপাধ্যায়